দিনে নাইটি পরলেই জরিমানা
সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো নারীকে নাইটি পরতে দেখলে তাকে দুই হাজার রুপি জরিমানা করা হবে। আর যারা দিনে নাইটি পরিহিত কোনো নারীকে ধরিয়ে দিতে পারবেন, তাকে ১ হাজার রুপি পুরস্কৃত করা হবে। এমন নিয়ম করা হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবাড়ি জেলায় তোকালাপালি গ্রামে। ওই গ্রামের বয়স্ক শ্রেণীর লোকজন এ নিয়ম চালু করেছেন। তাদের মতে, নাইটি শুধু রাতে পরার পোশাক। নয় মাস ধরে এ নিয়ম চালু হলেও গত বৃহস্পতিবার রাজস্ব কর্মকর্তারা গ্রামটিতে গেলে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নয় বয়োজ্যেষ্ঠ সদস্যের ওই কমিটি এ বিষয়ে কঠোরতর কৌশল অবলম্বন করেছে যাতে করে গ্রামের ১৮০০ নারীর কেউ এ নিয়ম ভাঙতে না পারেন। এ কৌশলের অংশ হিসেবেই দিনে নাইটি পরা কোনো নারীকে ধরিয়ে দিতে পারলেই এক হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

কোন মন্তব্য নেই