যৌন নিপীড়নসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ উবারের
মাধ্যমে সংঘটিত যৌন অসদাচরণ, যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো অপরাধকে শ্রেণিবিভক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ৫৩ পৃষ্ঠার এ প্রতিবেদনে এ-সংক্রান্ত ২১ ধরনের অভিযোগ বিভক্ত করে দেখানো হয়েছে। উবার ন্যাশনাল সেক্সুয়াল ভায়োলেন্স রিসোর্স সেন্টার ও আরবান ইনস্টিটিউট নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে উবার। প্রতিষ্ঠান দুটি উবারের সঙ্গে যৌথভাবে যৌন নিপীড়ন বন্ধে কাজ করছে। উবার এটিকে যৌন নিপীড়নসংক্রান্ত তথ্য প্রকাশের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি তারা যৌন নিপীড়ন এবং এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের তথ্যও প্রকাশ করবে বলে জানা গেছে। খবর সিএনএন।
সম্প্রতি সিএনএনের এক অনুসন্ধানে দেখা গেছে, গত চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০৩ জন উবারের গাড়িচালক যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছেন। তাদের অনেককে আটক করা হয়েছে। অনেকে পলাতক রয়েছেন এবং তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের আছে বলে জানা গেছে। এ ধরনের তথ্য এবারই প্রথম প্রকাশ করা হয়েছে। ২০টি প্রধান শহরের পুলিশ রেকর্ড ও আদালত রেকর্ড থেকে এ তথ্য পাওয়া গেছে।
উবারের এক মুখপাত্র সিএনএনকে বলেন, তারা পরবর্তী প্রতিবেদনে কী তথ্য প্রকাশ করবে, সেটি এখনো ঠিক করা হয়নি। তবে যৌন নিপীড়ন ও মারাত্মক গাড়ি দুর্ঘটনার ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে তিনি জানান। প্রতিষ্ঠানটির সহযোগীদের ২০১৯ সালে প্রতিবেদনটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
উবারের গাড়িচালকদের বিরুদ্ধে মামলার অভিযোগকারীরা জানান, উবার তাদের গ্রাহকদের কাছ থেকে বিষয়টির সত্যতা লুকানোর চেষ্টা করেছে। সিএনএনের অনুসন্ধানের পর কোম্পানির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারীদের ব্যক্তিগতভাবে ব্যাপারটি মীমাংসা করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। অন্যদিকে যৌন নিপীড়ন বা হয়রানির মামলা নিষ্পত্তির চুক্তি গোপন করার কোনো দরকার হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উবারের প্রধান আইনবিষয়ক কর্মকর্তা টনি ওয়েস্ট সিএনএনকে বলেন, আমরা মনে করি সবাইকে যৌন নিপীড়ন ও হয়রানি থেকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। তিনি এবং ন্যাশনাল সেক্সুয়াল ভায়োলেন্স রিসোর্স সেন্টারের জনসংযোগ কর্মকর্তা ক্রিশ্চিয়ান হাউজার ব্লগে প্রতিবেদনটির ব্যাপারে লিখেছেন, ‘প্রতিবেদনটি যেকোনো প্রতিষ্ঠানের যৌন নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে।’

কোন মন্তব্য নেই