ফাইভ জি চালু করতেই মারা গেল শত শত পাখি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইভ জি চালু করতেই মারা গেল শত শত পাখি!



পরীক্ষামূলক ভাবে ফাইভ জি চালু করেছিল নেদারল্যান্ডস এর একটি কোম্পানী। দেশের একটি রেল স্টেশনে এ পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়।
তবে ফাইভ জি চালুর পরেই দেখা যায় অদ্ভুদ এক কান্ডের। রেল স্টেশনের আশেপাশের পার্কে শত শত মৃত পাখি পড়ে থাকতে দেখা যায়।


এক সাথে কয়েক’শ পাখির মৃত্যুর পর খবরটি প্রকাশ হয়ে যায়।

পরে জানাযায়, ফাইভ জি চালুর পর শুধু পাখিই মারা যায়নি। পাখিগুলো মরে যখন গাছ থেকে পড়ছিল তখন, পুকুরে সাতাঁর কাটা হাঁস ও অন্যান্য প্রাণী অদ্ভুদ আচরণ শুরু করে।

এ বিষয়ে ওই দেশের এক পরিবেশ আন্দোলনকারী বলেন, ‘এতো পাখি একসঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনে হঠাৎ মারা যেতে পারে না। ফাইভ জি নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এর পরে হৃদ যন্ত্র অকেজ হয়ে মারা গেছে পাখিগুলো।’

কোন মন্তব্য নেই