তিন লাখ টাকায় জাপানে বাড়ি, সুযোগ বাংলাদেশিদেরও! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিন লাখ টাকায় জাপানে বাড়ি, সুযোগ বাংলাদেশিদেরও!



জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন জাপান। ইতিমধ্যে দেশটি বাইরে থেকে জনবল নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। জনসংখ্যা সঙ্কটে সেখানে প্রায় ৮০ লাখ বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছে।



পরিত্যক্ত ৮০ লাখ বাড়ি দেখভাল করারও মানুষ নেই। ফলে সেখান থেকে সরকারের কোনো রাজস্বও আসছে না। নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ সম্পদ। ফলে সেগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জাপান।

বাড়িগুলো বিক্রি হবে নামমাত্র মূল্যে। জাপান সরকার মূলত বাড়িগুলো দেখভাল এবং সেখান থেকে ট্যাক্স নিয়মিত রাখার জন্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। 

শিগগিরই অনলাইনে বিক্রি হবে এসব বাড়ি। ইতিমধ্যে এর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। বিস্তারিত তথ্য পরে প্রকাশ করবে জাপান সরকার। তবে অনলাইনে বাড়ি কেনার জন্য জাপানের নাগিরক হতে হবে এমন কোনো শর্ত নেই। বিশ্বের যেকোনো দেশ থেকে যেকেউ ওই বাড়ি কিনতে পারবে।



বিভিন্ন রকমের বাড়ি রয়েছে সেখানে। কিছু বাড়ি শুধুমাত্র প্রয়োজনীয় ট্যাক্স ও এজেন্ট কমিশন দিয়েই কেনা যাবে। ভালো অবস্থায় থাকা বাড়ি অথবা বিলাসবহুল বাংলোগুলির ক্ষেত্রে অবশ্য দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ থেকে ১ কোটি ২৭ লাখ টাকা।

তবে বাড়ি কেনার পর সেগুলো মেরামত করতে অর্থের প্রয়োজন হলে ভর্তুকি দেবে জাপান সরকার। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।


সূত্র: আনন্দবাজার পত্রিকা।

কোন মন্তব্য নেই