জাপানি এই প্রবাদগুলো আপনার নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে
জাপান না গেলেও আপনি হয়তো শুনেছেন তারা কতোটা সভ্য। প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও, আপনি জাপানী জনগণের মধ্যে আধুনিক প্রযুক্তির কারণে সৃষ্ট বিপদ দেখতে পাবেন না। তারা বিশ্বের সবচেয়ে সভ্য দেশগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত, যারা এখনও তাদের শেকড় ভুলে যায়নি। তাদের প্রাচীন ঐতিহ্য এখনও বিশ্বের কাছে সমুন্নত রেখেছে।
বিশ্বে জাপানিদের বিজ্ঞতম ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। সম্ভবত এটি তাদের তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। যা তাদের জ্ঞানীগুণী ও বুদ্ধিমান করে তোলে।
আপনিও চাইবেন একটু হলেও, সেই জ্ঞানের ছোঁয়া পেতে। আজকের আয়োজনে জানবো কিছু জাপানি প্রবাদ, যা আপনাকে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। চলুন জেনে আসা যাক-
১. “যদি কোন সমস্যার সমাধান করা যায়, তবে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। আর যেসব সমস্যার সমাধান করা যাবে না সেটা নিয়ে চিন্তা করাও বোকামি।”

২. “স্বামী-স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিতঃ যেমনটা হাত ব্যথা পেলে চোখ কান্না করে, চোখ কান্না করলে হাত অশ্রু মুছে দেয়।”
৩. “যখন কেউ প্রেমে পড়ে, প্রেমিক বা প্রেমিকার মুখের গুটিবসন্তও টোল পড়েছে বলে মনে হয়।”
৪. “কারো সাথে তর্ক করার আগে সাতবার ভাবুন।”
৫. “ধূলিকণা স্তুপ করলেও তা পাহাড়ে পরিণত হয়।”
৬. “যেখানে যাবেন সেখানকার রীতি অনুসরণ করবেন।”
৭. “জিহ্বা তিন ইঞ্চি লম্বা হলেও, এটি একটি পূর্নাঙ্গ মানুষকে হত্যা করতে পারে।”
৮. “হাজার বছরের অর্জিত সম্মান নষ্ট হতে এক ঘন্টা যথেষ্ট।”

৯. “যদি আপনি সবকিছু বুঝতেন বা জানতেন আপনাকে অবশ্যই জাদুঘরে রাখা হতো!”
১০. “আমরা সফলতা থেকে অল্প কিছু শিখি, কিন্তু ব্যর্থতা থেকে অনেক কিছুই শিখতে পারি।”
১১. “ক্রন্দনরত মুখে মৌমাছির হুঁল।”
১২. “মাঝে মাঝে বানরও গাছ থেকে পড়ে যায়।”
১৩. “যদি আপনি নিজে নিজেই সবকিছু করতে চান, কিছুদূর গিয়ে আপনি নিজেকে একা দেখতে পাবেন।”
১৪. “অযোগ্য ব্যক্তিকে যোগ্যতর চেয়ারে বসানো উচিত নয়।”

১৫. “একই রোগে আক্রান্ত ব্যক্তিরা পরস্পর সমব্যাথী হয়।”
১৬. “দক্ষ ঈগল থাবা লুকিয়ে রাখে।”
১৭. “বিনামূল্যের বস্তুর চেয়ে ব্যয়বহুল কিছু নাই।”
১৮. “অপেক্ষা করলেই কাঙ্খিত বস্তু লাভ করা যায়।”
১৯. “সাতবার পড়লে আটবার উঠে দাঁড়াও।”
২০. “বাঘের গুহায় না ঢুকলে বাঘের ছানা পাওয়া যায় না।”
২১. “তরবারির ফলক থেকেই মরিচা তৈরি হয়।”
২২. “ভবিষ্যৎ অনিশ্চিত ও পরিবর্তনশীল।”
২৩. “দেখুন, তবেই বিশ্বাস করুন।”

২৪. “কোন কিছু আরম্ভ করার পর সেটা ভুলে যাবেন না।”
২৫. “বৃদ্ধ হলে সন্তানদের অনুসরণ করুন।”
২৬. “যদি তুমি নিজ সন্তানকে ভালোবাস, তাহলে তাকে জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করতে দাও।”
২৭. “একজন মহান ব্যক্তির মহানত্ব প্রকাশে অনেক সময় লাগে।”
২৮. “যে শিশু বেশি কান্না করে সেই শিশু অনেক বড় হবে।”
২৯. “সার্দিন মাছের(অপ্রয়োজনীয় কিছু) মাথাও হতে পারে মূল্যবান যদি তুমি তাতে বিশ্বাস কর।”

৩০. “মন যতো বড় করে, ভীতি ততো বড় হয়।”
কোন প্রবাদটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ…
Faporbaz
কোন মন্তব্য নেই