আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হবে ইরান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলা করছে। তিনি আরো বলেছেন, ইরান নিষেধাজ্ঞাকে ভয় পায় না এবং চলমান অর্থনৈতিক যুদ্ধে তেহরানের বিজয় অবশ্যম্ভাবী।
ইরানের গোলেস্তান প্রদেশ সফররত প্রেসিডেন্ট রুহানি আজ (মঙ্গলবার) এক বৈঠকে এসব কথা বলেন।
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার পেছনে আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকাকে খাটো করা, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইরানের অগ্রগতি প্রতিহত করা এবং এদেশের সরকার ও জনগণের সম্পর্কে ফাটল ধরানোর লক্ষ্যে এই যুদ্ধ শুরু করা হয়েছে। কিন্তু ইরান সাফল্যের সঙ্গে এই যুদ্ধের ধকল কাটিয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

ইরান কখনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র পক্ষ থেকে নিশ্চিত করা সত্ত্বেও আমেরিকা নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে হাসান রুহানি বলেন, এ অঞ্চলের কোনো কোনো দেশ গত কয়েক বছরে আমেরিকার কাছ থেকে ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের সমরাস্ত্র কিনেছে। কিন্তু তারপরও তারা স্বীকার করেছে যে, ইয়েমেন যুদ্ধ তারা পরাজিত হয়েছে।
প্রেসিডেন্ট রুহানির দু’দিনব্যাপী গোলেস্তান প্রদেশ সফর আজ (মঙ্গলবার) শেষ হয়েছে। এ সফরে তিনি প্রদেশের বিভিন্ন স্থানে বহু উন্নয়ন পরিকল্পনা উদ্বোধন করেন।-পার্সটুডে
কোন মন্তব্য নেই