'যুদ্ধের বদলে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার বদলে সহযোগিতাকে বেছে নিন' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

'যুদ্ধের বদলে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার বদলে সহযোগিতাকে বেছে নিন'


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলো নিজেদের অঞ্চলকে শক্তিশালী করতে চাইলে যুদ্ধের বদলে সংলাপ এবং অস্ত্র প্রতিযোগিতার বদলে সহযোগিতাকে বেছে নিতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি কোম্পানিগুলোর শত শত প্রতিনিধিদের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিদেশিদের ওপর নির্ভরশীলতার বদলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেও বেছে নিতে হবে। এ অঞ্চল শক্তিশালীয় হয়ে উঠলে আঞ্চলিক দেশগুলো এক অন্যের প্রতি আস্থা রাখতে পারবে। পাশাপাশি নিজেদের জন্য চমৎকার ভবিষ্যতে গড়ে তুলতে পারবে বলেও জানান তিনি।



তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আঞ্চলিক সব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপকে স্বাগত জানাবে ইরান। এ ছাড়া, ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও সীমা নেই বলেও জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও ইরাকের তরুণরা অকাতরে রক্ত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরান এবং ইরাকের মধ্যে বর্তমানে অত্যন্ত গভীর সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।-পার্সটুডে

কোন মন্তব্য নেই