রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত



রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে ‘রাজশাহী জেলায় শিল্পায়ন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রাজশাহী’র ডেপুটি সচিব ড. মো. শাহ আলম ও রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে ও শিক্ষকদের সাথে যথার্থ যোগাযোগ রাখতে বলেন। প্রতিটা ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের পড়াশুনা শেষে চাকুরি লাভের সুবিধা বেশি থাকে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষক মন্ডলীসহ মাস্টার্স ২০১৬-১৭ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই