ব্যাংক খাতে এআই নীতিমালা হচ্ছে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ব্যাংক খাতে এআই নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক
নীতিমালার অন্যতম লক্ষ্য হলো দেশের ব্যাংক খাতকে আরও আধুনিক ও ডেটা-নির্ভর করা। এজন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) তৈরি করার পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের আর্থিক তথ্য বিদেশে পাঠানোর প্রয়োজন না পড়ে এবং ডেটা সুরক্ষা নিশ্চিত করা যায়।
বিশ্লেষকদের মতে, এআই ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করে মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্যাদি বিষয়ে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ঋণ, বাজার ও তারল্য ঝুঁকি ব্যবস্থাপনাতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং খাতে উদ্ভাবন বাড়াতেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের কোনো নীতিমালা নেই, আর মাত্র ৪০ শতাংশ ব্যাংক এ বিষয়ে নিজস্ব নীতিমালা প্রণয়ন করেছে।
কোন মন্তব্য নেই