চলতি সপ্তাহে আকুর বিল পরিশোধ, কমতে পারে রিজার্ভ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চলতি সপ্তাহে আকুর বিল পরিশোধ, ২৬ বিলিয়ন ডলারের নিচে নামতে পারে রিজার্ভ
চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-কে প্রায় ১.৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের নিচে নেমে আসতে পারে, বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “চলতি সপ্তাহে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৬ বিলিয়নের নিচে নামবে বলে ধারণা করা হচ্ছে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৭ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৭.৩৭ বিলিয়ন ডলার। এরপর থেকে রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসেবে ১.৯৬ বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ করা হয়েছিল। এরপর ২০২৩ সালে দ্বিমাসিক পরিশোধের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।
তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকে আকুর বিল পরিশোধের পরিমাণ আবারও বৃদ্ধি পেতে শুরু করে। চলতি বছরের মে-জুনে আকুর বিল পরিশোধের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, আকুর বিল পরিশোধের পর রিজার্ভ সাময়িকভাবে কমলেও, বছরের শেষ প্রান্তিকে রপ্তানি আয় ও প্রবাসী আয়ে বৃদ্ধি পেলে রিজার্ভ স্থিতিশীল হতে পারে।
কোন মন্তব্য নেই