আজ থেকে নতুন নিয়মে লেনদেন হচ্ছে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আজ থেকে নতুন নিয়মে লেনদেন শুরু ফাস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) লেনদেন শেষে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) শেয়ারদর ৯০ পয়সায় স্থির থাকায় আজ থেকে তাদের ক্ষেত্রে নতুন ‘টিক সাইজ’ কার্যকর হয়েছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় দেখা যায়, ফাস ফাইন্যান্সের শেয়ারদর ৯০ পয়সা থেকে ৯ পয়সা কমে ৮১ পয়সায়, আর ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর প্রায় ৭ শতাংশ বা ৬ পয়সা কমে ৮৪ পয়সায় নেমেছে।
এর আগে গত ২৯ অক্টোবর নতুন এই নিয়মে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়। অর্থাৎ, এখন পর্যন্ত মোট চারটি কোম্পানির শেয়ার ১ পয়সা টিক সাইজে লেনদেন হচ্ছে।
আগে ‘টিক সাইজ’ ছিল ১০ পয়সা, অর্থাৎ শেয়ারদর একবারে সর্বনিম্ন ১০ পয়সা বাড়া বা কমা সম্ভব ছিল। কিন্তু যখন কোনো শেয়ারের দাম ৯০ পয়সায় নেমে আসে, তখন ১০ পয়সা বাড়িয়ে ১ টাকা বা কমিয়ে ৮০ পয়সা করা সার্কিট ব্রেকারের সীমা ভঙ্গ করত। ফলে লেনদেন আটকে যাওয়ার ঝুঁকি এড়াতে এই নতুন নিয়ম চালু করা হয়।
ডিএসই ১৬ অক্টোবর তারিখে এ সিদ্ধান্তের অনুমোদন নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি পাঠায় এবং ২৯ অক্টোবর থেকে নিয়ম কার্যকর করে।
নতুন নিয়ম অনুযায়ী, ১ টাকার নিচে থাকা শেয়ারগুলোতে এখন সূক্ষ্মভাবে দর পরিবর্তন (যেমন ৮৯, ৮৮, ৮৭, ৮৬ পয়সা ইত্যাদি) করা সম্ভব হচ্ছে।
কোন মন্তব্য নেই