অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা




বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার অবসান হলেও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেও এসব প্রশ্নের কোন উত্তর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার দাবিতে বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীকে ওই ছিনতাইকারী কি বলতে চেয়েছিলেন তা জানা যায়নি। কি বলতে চেয়েছিলেন তিনি? প্রধানমন্ত্রীর সাথে তার কীই বা কথা থাকতে পারে? আবার নিজের স্ত্রীর সাথেও কথা বলতে চেয়েছিলেন তিনি। স্ত্রীকে বা কী বলতে চেয়েছিলেন তিনি? তিনি কী পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলেন? অন্য কোন বিশেষ কানেকশন কী ছিল তার? নাকি মানসিক প্রতিবন্ধী ছিলেন? আসলে এসব প্রশ্নের কোনো উত্তরই গতকাল মেলেনি। ছিনতাইকারী নিজের নাম মাহাদি বললেও অন্য কোন পরিচয় দেননি। তিনি কি অভ্যন্তরীণ রুটের যাত্রী হিসেবে চট্টগ্রামের জন্য টিকেট কিনেছিলেন নাকি দুবাইয়ের যাত্রী ছিলেন সেই তথ্যও তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনায় তিনি নিহত হওয়ায় তার পরিচয় পেতেও বেশ সময় লাগবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে চলে এসেছে তা হচ্ছে ছিনতাইকারীর কাছে একটি পিস্তল পাওয়ার কথা বলা হয়েছে। তিনি আক্রমণাত্মক হয়ে উঠার কথাও বলা হয়। কিন্তু ওই অস্ত্রটি নিয়ে তিনি বিমানে উঠলেন কি করে, সেই প্রশ্নের উত্তর মিলেনি। ঢাকা থেকে যে কোন যাত্রী বিমানে উঠার আগে কমপক্ষে দুইটি পয়েন্টে ব্যাপক তল্লাশীর মুখে পড়ে হয়। স্ক্যানিং করা হয় যাত্রীদের। সাথে থাকা মানিব্যাগ, মোবাইল থেকে শুরু করে সবকিছুই স্ক্যানিং করা হয়। যাত্রীদের কোমরের বেল্ট খুলে স্ক্যানিং করা হয়। সব প্রক্রিয়া শেষ করে বডি চার্চ করার পরই কেবল একজন যাত্রীকে বিমানে উঠার জন্য ছাড়া হয়। এত তল্লাশীর পর কি করে মাহাদি নামের ওই ছিনতাইকারী বিমানে পিস্তল নিয়ে উঠতে সক্ষম হলেন তা এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে।


কোন মন্তব্য নেই