মহেশখালীতে ১৩৯০ পিস ইয়াবা উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহেশখালীতে ১৩৯০ পিস ইয়াবা উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩




মহেশখালীতে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় বসবাসকারী কুমিল্লার কথিত এক দম্পতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলার পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও ওসি (তদন্ত)একেএম সফিকুল আলম চৌধুরী জানান, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলার দৈলার পাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র সাইফুল ইসলাম নয়নের বাড়িতে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পংকজ দাশ,এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই সফিকুল ইসলাম অভিযান চালিয়ে ১৩৯০ পিস ইয়াবাসহ বাড়ির মালিকের ছেলে সাইফুল ইসলাম নয়ন (১৯), কুমিল্লার মেঘনা থানার রামপুর গ্রামের সাবদুল মিয়ার পুত্র শাকিল (২২) ও একই ঠিকানার তার স্ত্রী পরিচয়দানকারী রেখা বেগম (২০) পিতা আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃত কথিত দম্পতি ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে জনৈক মোবারক আলী মোল্লাবাড়ীর ভাড়াটিয়া। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় রিনা বেগম স্বামী মকসুদ মিয়া সাং দৈলার পাড়া নামের আরো এক মহিলা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।



কোন মন্তব্য নেই