লটারিতে ট্রাক চালক ২৫০০ কোটি টাকার মালিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লটারিতে ট্রাক চালক ২৫০০ কোটি টাকার মালিক





ট্রাক চালকের ভাগ্যের চাকা ঘুরে গেলো এক লটারিতে। যুক্তরাষ্ট্রের এই ট্রাক চালক এখন শুধু কোটিপতিই নন, রীতিমতো ২৫০০ কোটি টাকার মালিক! যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা ডেভিড গত ২৬ ডিসেম্বর ট্রাকে গ্যাস ভরতে গিয়ে ৫ ডলার দিয়ে কিছু লটারির টিকিট কিনেছিলেন।

কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়ায় আর তার পক্ষে ওই লটারির নম্বর মিলিয়ে দেখা সম্ভব হয়নি। কিন্তু এরই মধ্যে লটারির পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিজয়ী ব্যক্তির জন্য জ্যাকপট ঘোষণা করা হয়েছে ২৯৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫শ কোটি টাকা।

কিছুদিন পরে তার বন্ধু তাকে ফোন করে জানান যে, এবারের লটারির বিজয়ী টিকিটটি বিক্রি হয়েছে ওই গ্যাস স্টেশন থেকেই। তখনও নিজের ভাগ্যের ওপরে অতটা ভরসা করতে পারেননি জনসন। জেতেননি ভেবে মিলিয়েও দেখেননি নিজের টিকিটের নম্বর।



কিন্তু গত ২৫ জানুয়ারি নিজের টিকিটের নম্বর মিলিয়ে চোখ কপালে ওঠে তার। দেখেন যে, পাওয়ার বল নামে পরিচিত লটারির জ্যাকপট জিতেছেন তিনি। 

এই টাকায় একটি লাল পোর্শে গাড়ি ও নিজের স্ত্রী ও মেয়ের জন্য নিউইয়র্কে একটি সুন্দর বাড়ি কেনার ইচ্ছা আছে ডেভিডের।

কোন মন্তব্য নেই