সংসদ অধিবেশনে প্রথমবারের মতো মাশরাফী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সংসদ অধিবেশনে প্রথমবারের মতো মাশরাফী



বিপিএলের ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে ৩ কার্যদিবস বাদে একাদশ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে মাশরাফীকে তার নির্ধারিত আসনে দেখা যায়। এখন পর্যন্ত তিনি সংসদে রয়েছেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন মাশরাফী। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ২১০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, তিনি পান ৭ হাজার ৮৮৩ ভোট।


কোন মন্তব্য নেই