অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন পেন্টাগন প্রধান
মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান অঘোষিত এক সফরে আফগানিস্তানে গেছেন। আফগান তালেবানের সঙ্গে মার্কিন সরকারের কথিত শান্তি প্রক্রিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে আলোচনা করতে তিনি কাবুল সফর করছেন।
আজ (সোমবার) শানাহান রাজধানী কাবুল পৌঁছান এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে প্রথমে বৈঠকের কর্মসূচি রয়েছে। এরপর তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আশরাফ গণির সরকারকে বাদ রাখা হয়েছে। বিষয়টি ভালো চোখে দেখছে না কাবুল সরকার। কিন্তু আজ কাবুল পৌঁছে শানাহান বলেছেন, আফগান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয় করা জরুরি। তিনি আরো বলেন, আলোচনায় আফগান সরকারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বিষয়।-পার্সুটডে

কোন মন্তব্য নেই