৬ বেসরকারি ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৬ বেসরকারি ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে



 বাংলাদেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিকাশের এক কর্মকর্তারা।

বিকাশ অ্যাপ ও ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন এ সেবা নিতে পারছেন ব্যাংকগুলোর গ্রাহকরা।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির গণমাধ্যমকে বলেন, এ সেবার মাধ্যমে ছয় ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন।

ব্যাংকগুলো হল- ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।



প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে তিন কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতেই এই নতুন সেবা চালু করা হয়েছে।

কোন মন্তব্য নেই