‘আমেরিকার পক্ষে যারা কাজ করে তাদেরকে রক্ষা করে না ওয়াশিংটন’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফকে আমেরিকার ওপর নির্ভর করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন পর্যন্ত যারা আমেরিকার ওপর নির্ভর করেছে তাদের কাউকে ওয়াশিংটন রক্ষা করেনি।
রাজধানী দামেস্কে সোমবার সিরিয়ার স্থানীয় পরিষদগুলোর প্রধানদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, “যারা আমেরিকার হয়ে বাজি ধরেছেন তাদের উদ্দেশে বলছি, মার্কিনীরা আপনাদের রক্ষা করবে না। তারা আপনাদেরকে তাদের পকেটে রাখবে স্বার্থ বিনিময়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এবং তারা এরইমধ্যে তা শুরু করেছে।”
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “আপনাদের রাষ্ট্র ছাড়া আপনাদেরকে আর কেউ রক্ষা করবে না। নিজেদের দেশকে রক্ষা করার জন্য যদি আপনারা প্রস্তুত না থাকেন তাহলে আপনাদেরকে অন্যের ক্রীতদাসে পরিণত হতে হবে।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমেরিকা বহু বছর ধরে এসডিএফকে অস্ত্রসস্ত্রসহ সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। আমেরিকা দাবি করছে, তারা সিরিয়ার উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিরোধী যুদ্ধে এসডিএফকে সহযোগিতা করছে। কিন্তু এসডিএফ বাশার আসাদ বিরোধী যুদ্ধে লিপ্ত বলে চূড়ান্তভাবে এসব অস্ত্র দামেস্কের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।-পার্সটুডে
কোন মন্তব্য নেই