রাবিতে ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ পরিস্কারে ছাত্রলীগ নেতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাবিতে ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ পরিস্কারে ছাত্রলীগ নেতা



বসন্তের শুরুতে হঠাৎ ঝড়ের ধাক্কা। এই ঝড়ে ভেঙে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ের গাছ। গাছ পড়ে ওই রাস্তা বন্ধ হয়ে যায়। ভোর সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার সামনের অনেক গাছ ভেঙে পড়ে। অবশেষে রাস্তা পরিষ্কারে এগিয়ে আসলেন ছাত্রলীগ নেতা সৌমিক সারওয়ার সম্রাট সরকার। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং শাহ্ মখ্দুম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
সকালে তিনি রাস্তায় হাটতে আসলে অনেকগুলো গাছ ভেঙে পড়া দেখে একাই পরিষ্কার শুরু করেন। প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর অবশেষে রাস্তা পরিষ্কার হয় বলে কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানান।
জানতে চাইলে ছাত্রলীগ নেতা সম্রাট জানান, ফজরের নামাজ পড়ে সকালে রাস্তায় হাটতে বের হলে দেখতে পাই অনেক গাছ ভেঙ্গে রাস্তায় পরে আছে। শীক্ষার্থীদের চলাফেরার সমস্যার কথা চিন্তা করে আমি একাই পরিষ্কার করতে শুরু করি। এসময়ে সব নেতাকর্মী ঘুমে থাকায় আমাকে একায় কাজ করতে হয়েছে। প্রায় দের ঘন্টা চেষ্টা করার পর অবশেষে রাস্তার ভাঙ্গা গাছগুলো অপসারণ করা সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। তারই অংশ হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন।


সাধারণ শীক্ষার্থী রুবেল(২৫) বলেন, এরকম জনসেবা মূলক কাজ করলে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের সবধরনের সমস্যা দুর করা সম্ভব। তাই আমরা চাই আমরা চাই ছাত্রলীগ সবসময় আমাদের সব ধরনের সমস্যায় পাশে থাকবে।

কোন মন্তব্য নেই