৪ বলে ৪ উইকেট রশিদ খানের! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪ বলে ৪ উইকেট রশিদ খানের!



রশিদ খানের লেগ স্পিন ভেলকিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইওয়াশ করেছে স্বাগতিক আফগানিস্তান। মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ভালভাবেই এগুচ্ছিল আইরিশরা। তবে রশিদ খানে স্পিন তোপে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে পারে সফরকারীরা। ম্যাচে চার ওভার বল করে ২৭ রান খরচে ৫ উইকেট শিকার করেন রশিদ খান। টানা ৪ বলে ৪ উইকেট শিকার করে দুমরে মুচরে দিয়েছেন রশিদ। দারুণ বোলিংয়ে অনন্য রেকর্ড গড়েছে এই আফগান লেগ স্পিনার।
টি-টোয়েন্টি ফরমেটে প্রথম বোলার হিসেবে চার বলে চার উইকেট শিকার করেন তিনি। সব ফরমেট মিলিয়ে দ্বিতীয় বোলার হিসেবে নাম লিখিয়েছেন রেকর্ড খাতায়। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কীর্তি করেছেন শ্রীলঙ্কান বোলার লসিথ মালিঙ্গা। এবং টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম স্পিনার ও সপ্তমতম বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন এই আফগান বোলিং সেনসেশন। আগামী ২৮ই ফেব্রুয়ারি দেরাদুনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুদল। 


কোন মন্তব্য নেই