শ্রমিক জিতলেন ২ লাখ ১০ হাজার ডলারের গাড়ি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্রমিক জিতলেন ২ লাখ ১০ হাজার ডলারের গাড়ি



সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় একজন শ্রমিক জিতেছেন দুই লাখ ১০ হাজার ডলার মূল্যের ম্যাকলরেন সুপারকার। তিনি হলেন বলবীর সিং। সংযুক্ত আরব আমিরাতের টেকলো ডু’তে নিজের মেয়াদোত্তীর্ণ আইডি নবায়ন করার জন্য তিনি লটারিতে জিতেছেন ম্যাকলরেন ৫৭০এস স্পাইডার গাড়িটি। শত শত কাস্টমারের মধ্যে লটারিতে উঠে আসে তার নাম। এ খবর দিয়েছে অনলাইন এরাবিয়ান বিজনেস। 

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধন নীতির অধীনে টেকলো তাদের কাস্টমারদের রেজিস্ট্রেশন নম্বর ৩১ শে জানুয়ারির মধ্যে নবায়ন করার আহ্বান জানায়। এ সময়ের মধ্যে নবায়ন না করালে তাদের সার্ভিস বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়। যারা ওই নীতির অধীনে নিবন্ধন করিয়েছেন তারা একটি লটারিতে একটি গাড়ি জেতার প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।
এমনই একজন ব্যক্তি ছিলেন ভারতীয় নাগরিক বলবীর সিং। তিনি জিতে নিয়েছেন ২ লাখ ১০ হাজার পাউন্ডের ওই গাড়িটি। 

গাড়ি জেতার পর বলবীর বলেন, ধন্যবাদ ডু। এই অনাকাঙ্খিত পুরস্কার আমার ভবিষ্যত জীবনকে পাল্টে দিয়েছে। একই সঙ্গে পাল্টে দিয়েছে আমার বন্ধুবান্ধব ও পরিবারগুলোকে। সত্যিকার অর্থেই এটা জীবন পরিবর্তনকারী। আমি ভীষণ খুশি। এই গাড়িটি আমি পেয়েছি। এ জন্য আমি উদ্বেলিত। ১০ বছর ধরে আমি আমিরাতে। এখানেই থেকে যাবো। আমার জীবনকে সুন্দর করে তোলার জন্য ডু’কে ধন্যবাদ। 
এর আগেও যেসব কাস্টমার তাদের আইডি নবানয়ন করেছিলেন তারাও তাদের সময়ে এই লটারির যোগ্য বলে বিবেচিত হয়েছেন। 



কোন মন্তব্য নেই