ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের সবাই নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের সবাই নিহত



ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ আজ বিধ্বস্ত হয়েছে। আদ্দিস আবাবা থেকে নাইরোবিগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে থাকা ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। 

ইথিওপিয়ান এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটিতে আরোহীদের মধ্যে ১৪৯ জন যাত্রী ও আট জন ক্রু ছিলেন। তাদের কেউ বেঁচে নেই।

গ্রিনিচ মান সময় আজ সকাল ৬টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি আদ্দিস আবাবার বিমানবন্দর ত্যাগ করে। উড্ডয়নের ৬ মিনিটের মাথায় উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।



এই দুর্ঘটনায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইট করে উড়োজাহাজের আরোহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই