চাঁপাইনবাবগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী সাংসদ জেসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁপাইনবাবগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী সাংসদ জেসির



চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি উত্থাপন করেন। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জের দৃশ্যমান উন্নয়নের চিত্রও তুলে ধরেন।
জাতীয় সংসদের স্পিকারের মাধ্যম দিয়ে সাংসদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ২০ লক্ষ জনগণের বসবাস। অত্র জেলায় একটি মাত্র বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে গরীব লোকজনের ছেলেমেয়ের পড়ালেখা করা কষ্টসাধ্য। যদি চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তবে এলাকার গরীব ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। যা শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা ব্রিজ (মহানন্দা ২য় সেতু) তৈরি করে দিয়েছেন। যা চর এলাকার মানুষের জন্য স্বপ্নের মত। চর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অকল্পনীয়ভাবে উন্নত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে। এইজন্য এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। উক্ত হাসপাতালটিতে অ্যানাসথেসিয়াসহ বিশেষজ্ঞ চিকিৎসকের বড়ই অভাব। এলাকায় চিকিৎসার সেবার মান বাড়িয়ে গরীব লোকজনের চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করার প্রয়োজন। পৌর এলাকার রাস্তাঘাটসহ জেলার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন করার দাবি জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরটি মারাত্বক আর্সেনিক প্রবণ এলাকা হিসাবে উল্লেখ করে সাংসদ জেসী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে দিয়েছেন। যা দিয়ে শহর এলাকার ৬০ শতাংশ মানুষ আর্সেনিক মুক্ত পানি পান করার সুবিধা পাচ্ছে। যদি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি সম্প্রসারণ বা ধারণক্ষমতা বৃদ্ধি করা যায়, তবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর্সেনিকমুক্ত পানি পান করার সুবিধা পেতে পারে।
এছাড়াও মহানন্দা নদীতে রাবার ড্যাম তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি। এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান সংরক্ষিত সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি।


সাংসদ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটি বাংলাদেশের একটি বৃহত্তম স্থল বন্দর। এইখানে একটি আধুনিক ইমিগ্রেশন চেকপোস্ট এর কার্যক্রম চালু করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। উক্ত ইমিগ্রেশন চেকপোস্টের জনবল বৃদ্ধির ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম শিল্প আজ ধ্বংসের মুখে যা কোনভাবে কাম্য নয় বলে মন্তব্য করেন সাংসদ। তিনি বলেন, সরকারী উদ্যোগে কোল্ডষ্টোরেজ নির্মাণ করে আম সংরক্ষণ করা প্রয়োজন। কৃষিনির্ভর শিল্প ও লাভজনক ফসলের উৎপাদন করতে কৃষকদের উৎসাহিত করা প্রয়োজন। পিতল, কাঁসা, সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনাও দরকার। জেলার গৌরব গম্ভীরা গানের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা চান তিনি।
বক্তব্যের শুরুতেই সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গমাতা ফজিলাতুন নেছাসহ অন্যান্যরা, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী শাহাদাৎ বরণকারী ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ নির্যাতিত মা বোনসহ চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, প্রাক্তন সংসদ সদস্য ডাঃ আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার, খালেদা জিয়া সরকারের হাতে নিহত চেয়ারম্যান ফজলুর রহমানসহ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই