ওয়েলিংটনে দ্বিতীয় দিনেও বৃষ্টি
বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেও খেলা এখনো শুরু হতে পারেনি।
বেসিন রিজার্ভে প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে শনিবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে ওয়েলিংটনে, এখনো চলছে বৃষ্টির যাওয়া-আসা। এখনো তাই টসই হতে পারেনি।
সকালে বৃষ্টি থামায় বেসিন রিজার্ভের কাভার তুলে ফেলা হয়েছিল। দেখা মিলেছিল আউটফিল্ডের মতোই সবুজ উইকেটের। তবে ওয়েলিংটনে এরপর আবার নামে বৃষ্টি। প্রথম দিন দুই দলের ক্রিকেটাররা মাঠে না এলেও এদিন এসেছেন সবাই।
হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
কোন মন্তব্য নেই