চ্যানেল নাইন এর বার্তা বিভাগ বন্ধ, কর্মীদের ৯০ দিনের মধ্যে অব্যাহতির নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চ্যানেল নাইন এর বার্তা বিভাগ বন্ধ, কর্মীদের ৯০ দিনের মধ্যে অব্যাহতির নির্দেশ




বার্তা বিভাগের সবধরনের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। এখন থেকে চ্যানেলটি শুধু এন্টারটেইনমেন্ট ও স্পোর্টস বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

৩ মার্চ, রবিবার বার্তা বিভাগে কর্মরত সাংবাদিকদের এ সংক্রান্ত একটি নোটিশ দেয় চ্যানেল নাইন। 

চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ২৮ মার্চের পর থেকে চ্যানেলটির বার্তা বিভাগের সবধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শুধু বিনোদন ও খেলাধুলা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 

বার্তা বিভাগে কর্মরতদের দক্ষতার সঙ্গে কাজ করার বিষয় উল্লেখ করে নোটিশে তাদের অব্যাহতির কথা জানানো হয়। বলা হয়, পরবর্তী ৯০ দিনের মধ্যে বার্তা বিভাগের সদস্যদের অব্যাহতি কার্যকর হবে।

চ্যানেল নাইনে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়.কমকে জানান, রবিবার আনুষ্ঠানিকভাবে নোটিশটি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বার্তা বিভাগে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক, ভিডিও এডিটর, ক্যামেরা পারসন চাকরি হারালেন। 



‘কর্তৃপক্ষের সিদ্ধান্তে তো আর আমাদের কিছু করার নেই। কিন্তু এ সিদ্ধান্তে আমরা খুবই চিন্তিত ও হতাশ’, বলেন ওই সাংবাদিক।

কোন মন্তব্য নেই