আইএসের পোস্টারে বাংলায় লেখা শীঘ্রই আসছি
আল মুরসালাত নামের একটি গোষ্ঠীর লোগো সম্বলিত পোস্টারটিতে বাংলায় লেখা রয়েছে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশিত একটি পোস্টারে বাংলায় লেখা রয়েছে 'শীঘ্রই আসছি'। নতুন প্রকাশ করা এই পোস্টার থেকে অনেকেই ধারণা করছেন জঙ্গি সংগঠনটির পরবর্তী লক্ষ্য হতে পারে বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ।
গত বৃহস্পতিবার রাতে আইএসের সমর্থনকারী এক টেলিগ্রাম চ্যানেল ওই ব্যানারটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আল মুরসালাত নামের একটি গোষ্ঠীর লোগো সম্বলিত পোস্টারটিতে বাংলায় লেখা রয়েছে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’।
সংবাদমাধ্যমটি জানায়, জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (নব্য জেএমবি) মাধ্যমে বাংলাদেশে এরই মধ্যে আইএসের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। নতুন সদস্য নিয়োগ এবং আত্মগোপনের জন্য জেএমবি সদস্যরা প্রায়ই ভারতের কলকাতা ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় যাতায়াত করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার বাবুঘাট এলাকা থেকে আরিফুল ইসলাম নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের বুদ্ধগয়া বিস্ফোরণে তিনি অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া, গত জুলাইয়ে বর্ধমান রেলস্টেশন থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য মোহাম্মদ মুসিরুদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলায় বহুদিন ধরে লুকিয়ে থাকা মুসিরুদ্দিন জানান, ২০১৪ সালের খাগড়াগড়ে জোড়া বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার জেএমবির অন্যতম নেতা আমজাদ শেখের সঙ্গে তার যোগাযোগ ছিলো।
কোন মন্তব্য নেই