রেনের কাছে শিরোপা হারাল পিএসজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেনের কাছে শিরোপা হারাল পিএসজি

দুর্দান্ত নেইমারে দুই গোলে এগিয়ে গিয়েও ফ্রেঞ্চ কাপের শিরোপা ধরে রাখতে পারল না পিএসজি। টাইব্রেকারে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে তৃতীয় বারের মত ফরাসি কাপে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল রেনে।

প্যারিসের জাতীয় স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে অমিমাংশিত থাকলে গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো দল জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি ভাগ্যে ৬-৫ ব্যবধানে টানা চার বারের চ্যাম্পিয়নদের হারায় অপেক্ষাকৃত খর্বশক্তির দল রেনে। ১৯৭১ সালের পর এই প্রথম কাপের শিরোপা জিতল দলটি।

২০১৪ সালের পর এই প্রথম প্রতিযোগিতার শিরোপা হাতছাড়া করল আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি।

ম্যাচের ২১ মিনিটের মধ্যে নেইমারের নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কর্নারে দারুণ ভলিতে দলকে এগিয়ে নেন দানি আলভেস। আট মিনিট পর চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। গত জানুয়ারিতে পায়ের পাতার ইনজুরিতে পড়ার পর এই ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফেরেন তিনি।

প্রথমার্ধেই প্রেসনেল কিম্পেম্বের আত্মঘাতি গোলে ব্যবধান কমায় রেনে। দ্বিতীয়ার্ধে মেক্সার হেডে স্কোরবোর্ডে আসে সমতা।



অতিরিক্ত সময়ে ১১৮তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে।

টাইব্রেকারে টানা ১১ শটে গোল হওয়ার পর পিএসজি মিডফিল্ডার ক্রিস্তোফার এনকুনকুর স্পটকিক বারের উপর দিয়ে উড়ে যায়।

২০১১ সালের পর কাপের ফাইনালে হারল পিএসজি।

কোন মন্তব্য নেই