মোদিকে নিয়ে কমেডি ছবি বানানোর দাবি উর্মিলার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোদিকে নিয়ে কমেডি ছবি বানানোর দাবি উর্মিলার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক না বানিয়ে তাকে নিয়ে বরং কমেডি সিনেমা বানালেই ভালো হবে বলে জানিয়েছেন বলিউড তারকা উর্মিলা মাতন্ডকর।  সম্প্রতি রাজনীতিতে যোগ দেয়া একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য মোদির সমালোচনাও করেন।   


বৃহস্পতিবার ৪৫ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদির জীবন নিয়ে বায়োপিক বানানো তামাশা ছাড়া আর কিছু নয়। মোদি হলেন সেই ব্যক্তি যিনি নিজের ৫৬ ইঞ্চির বুকের ছাতি নিয়ে গর্ব করেছিলেন, সেই তিনি কোন কিছু করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।  তার জীবন নিয়ে যে চলচ্চিত্র হয়েছে তা গণতন্ত্র, দারিদ্র্য এবং বৈচিত্র্যে পূর্ণ ভারতের জন্য তামাশা ছাড়া আর কিছু নয়। এটি ভারতের ক্ষতি করেছে। ’  

রঙ্গিলা ছবিতে অভিনয় করে ব্যাপক খ্যাতি লাভ করা এই অভিনেত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘বায়োপিক না বানিয়ে বরং মোদি এবং তার অসম্পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে একটি কমেডি ছবি বানানো যেতে পারে। ’ প্রসঙ্গত, ভারতের নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদির জীবন নিয়ে একটি বায়োপিক তৈরি করা হয়। বলিউড অভিনেতা বিবেক ওবেরয় মোদির চরিত্রে অভিনয় করেন। তবে নির্বাচনের আগে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও দেশটির নির্বাচন কমিশনের আদেশে এটির মুক্তি দেয়া আটকে       

এদিকে উর্মিলা গত মাসে কংগ্রেসে যোগ দেন।  ভারতের চলমান জাতীয় নির্বাচনে তিনি মুম্বাই উত্তরের প্রতিনিধি হিসেবে লড়াই করবেন।  বিগত পাঁচ বছরে মোদি যে কোন সংবাদ সম্মেলনে অংশ নেননি এটি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি বলিউড সুন্দরী।  তিনি বলেন, ‘বিগত পাঁচ বছরে মোদি একটি সংবাদ সম্মেলনও করেননি। গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য এরচেয়ে খারাপ আর কি হতে পারে?’


উল্লেখ্য,উর্মিলা মাতন্ডকর নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ছিলেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে রঙ্গিলা, পিঞ্জর, তেহজিব, জুদাই, সত্য,জঙ্গল ইত্যাদি।

কোন মন্তব্য নেই