রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

পবিত্র রমজান মাসে অফিস শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে বিকাল সাড়ে ৩টায়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নতুন এ সময়সূচি মেনে চলবে। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।



 বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, রমজানে অফিস শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ৩টা ৩০ মিনিটে। মধ্যখানে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।


কোন মন্তব্য নেই