কাজাকিস্তান দেশের অদ্ভুত কিছু তথ্য! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাজাকিস্তান দেশের অদ্ভুত কিছু তথ্য!



মধ্যে এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশের মধ্যে একটি কাজাকিস্তান। তেল ও খনিজ থাকার কারণে এই দেশ অনেক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এই দেশ তার নামের মতোই অনেক সুন্দর দেশ। তাদের ভাষা, সংস্কৃতি সবাইকে আকৃষ্ট করে। এক নজরে দেখে নিন কাজাকিস্তান দেশ সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য-

১) কাজাকিস্তানের ৭০ ভাগ মুসলিম তারপরও মসজিদ নির্মাণ করতে হলে প্রথমে সরকারের অনুমতি নিতে হয়।

২) কাজাকিস্তানের বেশিরভাগ জমি শুষ্ক কিন্তু এই দেশের তেল ও খনিজ সম্পদ দেখে যেকোন লোকের হুঁশ উড়ে যাবে।

৩) কাজাকিস্তানের তেলের খনি পৃথীবির সবচেয়ে বড় তেল খনির একটি।



৪) এখানে ছেলের থেকে মেয়ের সংখ্যা যথেষ্ট বেশি। মেয়েরা যা খুশি করতে পারে। মহিলাদের বাহাদুর বা যোদ্ধা বলে মনে করা হয়।

৫) কাজাকিস্তান এমন একটা মুসলিম দেশ যেখানে পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলা প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে।

৬) যৌন পেশা এই দেশে আংশিক বৈধ। যারা মানসিক ও শারীরিকভাবে চায় তারা করতে পারে।

৭) কাজাকিস্তানে অনেক বেশি ডান্স বার ও ক্লাব রয়েছে। যেখানে আপনরা পছন্দ মত মেয়ে মিলে যাবে।

৮) কাজাকিস্তানে পানির নিচে এক জঙ্গল রয়েছে, যেটা এক সময়ে ভূমিকম্পের জন্য মাটির নিচে চলে গিয়েছিল।


কোন মন্তব্য নেই