ইউটিউব দেখেই ১০৬টি ভাষা আয়ত্ত ৮ বছরের বালকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউটিউব দেখেই ১০৬টি ভাষা আয়ত্ত ৮ বছরের বালকের

মাত্র ৮ বছর বয়সে ১০৬টি ভাষা আয়ত্ত করে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে ভারতের এক স্কুল শিক্ষার্থী। ইন্টারনেট ও ইউটিউব থেকে এত সব ভাষা শিখে চেন্নাইয়ের বিস্ময়বালক নিয়াল থগুলুভা।

এনডিটিভি জানায়, নিজের মাতৃভাষার মতোই সব ভাষায় সে কথা বলতে পারে। পড়তে পারে, এমনকি লিখতেও পারে।



কী করে ভাষার প্রতি এত টান জন্মালো এই খুদে ভাষাবিদের? এমন প্রশ্নে নিয়ালের জবাব, ‘আমি নিজেই জানি না। নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতই ভাষার প্রতি আগ্রহ জমে যায়। এভাবে একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি।’

বাবা শঙ্কর নারায়ণন ছেলের এই বিরল প্রতিভার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “গত বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এই আগ্রহ জন্মাল। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। এক সময় হয়তো নিজে থেকেই আবার কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে!”

পৃথিবীর সব ভাষা রপ্ত করাই এখন তার লক্ষ্য।


কোন মন্তব্য নেই