ফণী আতঙ্কে ভারতে ৪৩ ট্রেন বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফণী আতঙ্কে ভারতে ৪৩ ট্রেন বন্ধ



বলা হচ্ছে চল্লিশ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী হয়ে আসছে ফনী। আর এই ফনীর ছোবল থেকে বাঁচতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। ফণী আতঙ্কে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে দেশটি। আগামী দুইদিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। কাল শুক্রবারের মধ্যে দেশটির ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানার কথা।

এনডিটিভির খবরে জানানো হয়, দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। 



কোন মন্তব্য নেই