এই জয় গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা নরেন্দ্র মোদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এই জয় গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা নরেন্দ্র মোদি



ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ভূমিধস জয়কে ‘গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে কর্মী-সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘এই জয় মানুষের জন্য সমর্পিত। প্রত্যেক জয়ীকে আমার শুভেচ্ছা। অনেক বাধা পেরিয়েছি, নীতি বিসর্জন দিইনি। বাংলায় দুই সাংসদ থেকে এই সাফল্য অভূতপূর্ব। এই জয় গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা।’

দেশবাসীকে প্রণাম জানিয়ে মোদি বলেন, ‘এই জয় পরবর্তী প্রজন্মকে প্রেরণা দেবে। এই জয় ভারতের। কথা দিচ্ছি, সবার জন্য কাজ করব, নিজের জন্য করব না।’

তীব্র গরমেও সবচেয়ে বেশি ভোটদান হয়েছে উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘এই জয় গণতন্ত্রে জনতন্ত্রের জয়। মানুষের এই জনাদেশের মাধ্যমে প্রতিটি রাজ্যের উন্নয়নে উদ্যোগী হবে কেন্দ্র। এটা আজ নতুন ভারতের জনাদেশ। তীব্র গরমেও সবচেয়ে বেশি ভোটদান হয়েছে এবার। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই।’



মোদি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর দায়বদ্ধ বিজেপি। অনেক বাধা পেরিয়েছি, কিন্তু নীতি বিসর্জন দেইনি। এই জয় আত্মসম্মানের। ভারতের মধ্যবিত্ত করদাতাদের এই জয়। এই জয় কৃষক ও শ্রমিকদের জয়। ভারতের মাটিতে এই প্রথম ভোট, যেখানে দুর্নীতির ইস্যু ছিল না।’

সবার জন্য কাজ করার আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘প্রচারে কে কি বলেছেন, মনে না রেখে চলব। বিরোধীদের সঙ্গে নিয়ে চলব। আমার কাজ করতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু ইচ্ছে করে কোনো ভুল কাজ করব না। মানুষ বেশি ভরসা করেছেন, তাই এবার দায়িত্বও অনেক বেড়ে যাবে। কথা দিচ্ছি, সবার জন্য কাজ করব, নিজের জন্য করব না।’

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য ভারতের নির্বাচন কমিশন ও নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।



ভারতের ৫৪১টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৪৮টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেয়েছে ৮৭টি আসন।-পার্সটুডে

কোন মন্তব্য নেই