হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সদ্যোজাতকেই ট্যাক্সিতে ভুলে ফেলে গেলেন মা-বাবা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সদ্যোজাতকেই ট্যাক্সিতে ভুলে ফেলে গেলেন মা-বাবা!

 হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন নতুন বাবা-মা। মনে একরাশ আনন্দ। কিন্তু ছন্দপতন হল অস্বাভাবিক এক কারণে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ট্যাক্সি থেকে সব নামানো হল, নেমে গেলেন বাবা-মাও। কিন্তু ছোট্ট বাচ্চাকেই গাড়ি থেকে নামাতে ভুলে গেলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। এবং সম্ভবত এটাই ওই দম্পতির সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। 



হামবুর্গ পুলিশ জানিয়েছে, সোমবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ওই দম্পতি। এক বছরের প্রথম সন্তানকে গাড়ি থেকে নামিয়ে, মালপত্র নামিয়ে নিজেরা নেমে ভাড়া দেন তাঁরা। বাড়ি ঢোকার পর তাঁদের মনে পড়ে সদ্যোজাতকেই নামানো হয়নি। ততক্ষণে ওই ট্যাক্সি চলে গিয়েছে অন্য কোথাও। একটি আন্ডারগ্রাউন্ড গ্যারাজে গাড়ি রেখে দুপুরের খাবার খেতে চলে যান চালক। 

ফিরে আসার পর নতুন এক প্যাসেঞ্জারকে তোলার সময় বাচ্চার কান্নার আওয়াজ পান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে পুলিশের তৎপরতায় সদ্যোজাতকে ফিরে পান ওই দম্পতি। -এই সময়


কোন মন্তব্য নেই