ব্রাজিলে বারে ঢুকে গুলি, নিহত ১১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাজিলে বারে ঢুকে গুলি, নিহত ১১

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকানে খদ্দিদারদের লক্ষ্য করে সশস্ত্র একটি গোষ্ঠীর ছোড়া গুলিতে ১১ জন নিহত হয়েছেন।
রোববার পারা রাজ্যের রাজধানীর সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় এ ঘটনা ঘটে; এতে আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



জি-ওয়ান নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পড়া ছিল, তাদের গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হন।

নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন, মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন।

বেলেম মহানগরের সবচেয়ে সহিংসতা কবলিত সাতটি এলাকার মধ্যে গুয়ামা একটি। এসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মার্চে শহরটিতে কেন্দ্রীয় সেনা পাঠানো হয়েছিল। 



চলতি বছরের প্রথম তিন মাসে পারা রাজ্যে বিভিন্ন সহিংস ঘটনায় ৭৫৬ জন নিহত হন।

কোন মন্তব্য নেই