কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ২ মার্কিন কর্মকর্তা নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ২ মার্কিন কর্মকর্তা নিহত

কানাডার ইউকোন অঞ্চলে এক বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস আলাস্কার দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।


স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, এক ইঞ্জিনের সেসনা বিমানটি ইউকোন অঞ্চলের রাজধানী হোয়াইটহর্স থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে।

এরপর মঙ্গলবার নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা ব্যক্তিগত ভ্রমণে ইউকোনে গিয়েছিলেন বলে স্থানীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।  

নিহত জেফ বাবকক (৫৮) আলাস্কা পার্ক সার্ভিসের বিমান চালনা নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন, অপরজন এরিক বেনসন (৫৬) সংস্থাটির আলাস্কা অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। 



দুর্ঘটনার সময় বাবকক বিমানটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রানওয়ের শেষ প্রান্ত থেকে ৬০০ মিটার দূরে যাওয়ার পর বনাচ্ছাদিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

নিহত দুজন আলাস্কার পারর্ক সার্ভিস এভিয়েশনের নিরাপত্তা কর্মসূচীর ‘মেরুদণ্ড’ ছিলেন বলে মন্তব্য করেছেন পার্ক সার্ভিস আলাস্কার মুখপাত্র।

গত কয়েক সপ্তাহের মধ্যে আলাস্কায় তিনটি বিমান দুর্ঘটনায় নয় জন নিহত হওয়ার পর ইউকোনের এ ঘটনাটি ঘটল। 


কোন মন্তব্য নেই