সাহেব বাজারের ৩০ কেজি ওজনের কাতল মাছ! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাহেব বাজারের ৩০ কেজি ওজনের কাতল মাছ!

৩০ কেজি ওজনের একটি কাতল মাছ পাওয়া গেছে রাজশাহী নগরীর সাহেব বাজারের একটি মাছের বাজারে। এদিকে মাছটি বাজারে আসার পর তা দেখতে ক্রেতাসহ আশেপাশের উৎসুক জনতার ভিড় ছিলো দেখার মত। 



শনিবার ( ১৮ মে) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদী থেকে মাছটি ধরেন স্থানীয় জেলেরা। অনেক দিন পরে এতো বড় কাতল মাছ বাজারে ওঠায় উচ্ছ্বসিত মাছ ব্যবসায়ীরা। ৩০ কেজি ওজনের কাতল মাছ প্রথমে কেজিতে এক হাজার টাকা ধরলেও ৯৮০ টাকা কেজিতে বিক্রি হয় মাছটি। একজন ক্রেতাই পুরো মাছটি কিনে নেন। 

সাহেব বাজার মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, “গত বছর ২৫ কেজি ওজনের একটি মাছ পাওয়া গিয়েছিল।  প্রতি বছর আমাদের কাছে এমন বড় ওজনের মাছ আসে। এমন বড় মাছ পাওয়া গেলে সাধারণত ঢাকায় চলে যায়। তবে মাঝে মাঝে আমাদের এখানেও বোয়াল, বাগাড়সহ কার্প জাতীয় মাছ নিয়ে আসে বিক্রেতারা। ”


কোন মন্তব্য নেই