উজবেকিস্তান গেল জুনিয়র টেনিস দল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উজবেকিস্তান গেল জুনিয়র টেনিস দল

উজবেকিস্তানের তাসখন্দে আগামী ৫-১৮ই মে অনুষ্ঠিত হবে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ডিভিশন-১ টেনিস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল গতকাল উজবেকিস্তানে পাড়ি জমান। আইটিএফ এশিয়ান ডিভিশন-১ অনূর্ধ্ব-১৪ টেনিস আসর সবচেয়ে বেশি র‌্যাঙ্কিং পয়েন্টের প্রতিযোগিতা। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় যেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মাহাদী হাসান আলভি, মো. রুম্মান হোসেন ও মাসফিয়া আফরিন। দলের প্রশিক্ষক হিসেবে আছেন মো. মোজাহিদুল হক। বাংলাদেশের মাসফিয়া আফরিন প্রথমবারের মতো বাংলাদেশের কোন নারী খেলোয়াড় হিসেবে ‘ডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতায় আইটিএফ দলভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। এবারই প্রথম তিনজন খেলোয়াড় একই বছরে আইটিএফ দলভুক্ত হয়েছে।

বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতার টিকিট পাওয়া মঙ্গোলিয়া থেকে ৩ জন, পাকিস্তান থেকে ২ জন, লেবানন থেকে ১ জন, ইরান থেকে ২ জন, জর্ডান থেকে ১ জন, কিরগিজস্তান ও নেপাল থেকে ১ জন করে খেলোয়াড় অংশ নেবে।

এ ছাড়া আইটিএফ এশিয়ান ডিভিশন-১ প্রতিযোগিতায় এ বছর এশিয়ার অনূর্ধ্ব-১৪ গ্রুপের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দেশ চীন, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করবে।।

কোন মন্তব্য নেই