পৃথিবীর সবচেয়ে 'বড়' ইফতার
ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)এর মাজার কমপ্লেক্সে হয় বিশ্বের সবচেয়ে বড় ইফতার। প্রতিদিন এখানে ইফতার করেন প্রায় ১২ হাজার রোজাদার। বসানো হয় ৯ কিলোমিটার লম্বা টেবিল ক্লথ।
এই ইফতার মাহফিল সফল করার জন্য প্রতিদিন কাজ করেন কয়েকশ স্বেচ্ছাসেবক। সকাল থেকে খাবার তৈরিতে যোগ দেন কয়েকশ মানুষ।
ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। এরপর রুটি, খেজুর, মধু, কলা, সবজি, পনির, ফল, জুসসহ বিভিন্ন খাবার থাকে এই ইফতারে। প্রতিদিন ৫ টনেরও বেশি চাল ব্যবহার করা হয়। আর খাবার পরিবেশনের আগে করা হয় বিশেষ মোনাজাত।
মাজার প্রাঙ্গণের প্রায় ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এখানে ইফতার করতে আসেন বহু মানুষ।
এই ইফতার মাহফিল সফল করার জন্য প্রতিদিন কাজ করেন কয়েকশ স্বেচ্ছাসেবক। সকাল থেকে খাবার তৈরিতে যোগ দেন কয়েকশ মানুষ।
ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। এরপর রুটি, খেজুর, মধু, কলা, সবজি, পনির, ফল, জুসসহ বিভিন্ন খাবার থাকে এই ইফতারে। প্রতিদিন ৫ টনেরও বেশি চাল ব্যবহার করা হয়। আর খাবার পরিবেশনের আগে করা হয় বিশেষ মোনাজাত।
মাজার প্রাঙ্গণের প্রায় ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এখানে ইফতার করতে আসেন বহু মানুষ।
কোন মন্তব্য নেই