প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে বেপাত্তা ব্যাংকের অস্থায়ী কর্মী!
৪৬ লক্ষ টাকা! প্রেমিকের অ্যাকাউন্টে বেআইনিভাবে ট্রান্সফার করে বেপাত্তা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এক অস্থায়ী কর্মী। শোরগোল বহরমপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।- খবর সংবাদ প্রতিদিন
একসময়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেত্রী ছিলেন। ২০১১ সালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের খাগড়া শাখায় অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান পিয়ালী দাস। তাঁর বাড়ি বহরমপুর শহরের কাশিমবাজারে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ঘাগড়া শাখায় একটি ফিক্সড ডিপোজিট করেছেন পিয়ালীর প্রেমিক। সেই ফিক্সড ডিপোজিটের মেয়াদ এখনও পূর্ণ হয়নি। অথচ গত কয়েক মাস ধরে দফায় দফায় প্রেমিকের অ্যাকাউন্টে প্রায় ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছেন পিয়ালী। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার সৌমেন সরকার জানিয়েছেন, প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর ব্যাংকে আসছেন না পিয়ালী। তাঁর সঙ্গে যোগযোগও করা যাচ্ছে না। বহরমপুর থানায় ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে প্রতারণার এফআইআর করেছে কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। পিয়ালী দাস ও তাঁর প্রেমিককে খুঁজছে পুলিশ। এদিকে অভিযুক্ত দলের যুব সংগঠনের নেত্রী ছিলেন ঠিকই। তবে এখন আর দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব।
কোন মন্তব্য নেই