বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিপর্যয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিপর্যয়

মিয়ানমারে বিমানের উড়োজাহাজ দুর্ঘটনার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিপর্যয় ঘটেছে। ইতিমধ্যেই বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ইয়াংগুনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে বিমান কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত ১৪ যাত্রীকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 



বিমানের বহরে এখন ৩টি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ রয়েছে। এ দিয়েই অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া কলকাতা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন এই তিন রুটেও ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হয়। বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে এই মডেলের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়লে বৃহস্পতিবারই অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট বাতিল করা হয়। বিমান কর্তৃপক্ষ জানায় ১১ই মে পর্যন্ত আরও ৭টি ফ্লাইট বাতিল হবে।  

বিমানের চিফ অব ফ্লাইটসেইফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি ইয়াঙ্গুনে দুর্ঘটনার তদন্ত করবে। বুধবারের ইয়াঙ্গুন ফ্লাইটে বাংলাদেশ ছাড়াও আরও ৭ দেশের নাগরিকরা ছিলেন। বর্তমানে আহত ১৪ জনকে ইয়াঙ্গুনের আরইউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

ওই ফ্লাইটের যাত্রীদের স্বজনদের জরুরি তথ্যের জন্য একটি হেল্প লাইন খুলেছে বিমান কর্তৃপক্ষ। যার নাম্বার ০২৯০১৫৩০। 

ঢাকা থেকে ২৯ জন যাত্রী, চারজন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ মোট ৩৫ জন আরোহী নিয়ে বুধবার বিকালে মিয়ানমারের পথে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। কিন্তু ইয়াংগনে নামার সময় উড়োজাহাজটি বজ্রঝড়ের কবলে পড়ে।  বৃহস্পতিবার ভোরে মিয়ানমার থেকে নিয়মিত ফ্লাইটের ১৭ যাত্রীকে নিয়ে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইট।


কোন মন্তব্য নেই