প্রিয়াঙ্কার চমকেও পরিবর্তন হলো না কংগ্রেসের ভাগ্য! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রিয়াঙ্কার চমকেও পরিবর্তন হলো না কংগ্রেসের ভাগ্য!

তিনি ঘুরে বেড়িয়েছেন গাড়িতে, ট্রাকে, এমনকী নৌকায়। অনেক রোডশো-তে অংশ নিয়েছেন। অজস্র জনসভায় ভাষণ দিয়েছেন। সমর্থকদের সঙ্গে হাসিমুখে অভিবাদন বিনিময় করেছেন। করমর্দন করেছেন অসংখ্য মানুষের সঙ্গে। সেলফিতে পোজ দিয়েছেন প্রচুর। সমর্থকদের বাচ্চাদের কোলে বসিয়ে ছবিও তুলেছেন।



যদিও তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেননি। কিন্তু নির্বাচনী প্রচারণার ব্যাপারে তিনি যেখানে গেছেন যা করেছেন তা নিয়ে সংবাদমাধ্যম বিপুলভাবে উৎসাহী ছিল। কিন্তু এতো কিছুর পরেও দেখা যায়, কংগ্রেস পার্টির ভাগ্য পরিবর্তনে তার সব উদ্যোগ কার্যত বিফল হয়েছে।

কারণ ভারতে স্থানীয় সময় বেলা পৌনে বারোটার দিকে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাই সারা দেশে ২৯৪টি আসনে এগিয়ে আছে। যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়েও দশটি বেশি।

এছাড়া উত্তর প্রদেশে অন্তত পঞ্চাশটি আসনে এগিয়ে আছে বিজেপি। আগের নির্বাচনে ৮০টির মধ্যে ৭১টিই জিতেছিল বিজেপি। এবার বিজেপির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিরা এক হয়েছিলো বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি তাদের। বরং মোদির জনপ্রিয়তা ভালোভাবেই তৈরি হয়েছে এ রাজ্যে।


কোন মন্তব্য নেই