চিকিৎসকের গাফিলতিতে মারাত্মক এইচআইভিতে আক্রান্ত হলেন ৯০ জন রোগী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিকিৎসকের গাফিলতিতে মারাত্মক এইচআইভিতে আক্রান্ত হলেন ৯০ জন রোগী





চিকিৎসকের গাফিলতিতে মারাত্মক এইচআইভিতে আক্রান্ত হলেন ৯০ জন রোগী। তাদের মধ্যে রয়েছে ৬৫টি শিশুও। জানা গেছে, ইনজেকশন দেওয়ার সময় সতর্কতা না নেওয়ার জন্যই ভাইরাস সংক্রমণ ঘটেছে। 

পাকিস্তানের স্থানীয় পুলিশ প্রধান কামরান নওয়াজ জানিয়েছেন, 'স্বাস্থ্য দফতরের অভিযোগ পেয়ে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। আমাদের বলা হয়েছে, আটক সেই চিকিৎসকও এইচআইভি আক্রান্ত।' 

সূত্রের খবর, গত সপ্তাহে লারকানা শহরতলি এলাকায় ১৮টি শিশুর রক্তে এইচআইভি পাওয়ার পরে নড়চড়ে বসেন স্বাস্থ্য কর্মকর্তারা। তল্লাশিতে আরও বেশ কিছু সংক্রমণের ঘটনাতাঁদের নজরে পড়ে। 


সমস্যার উৎস সন্ধান করতে গিয়ে বোঝা যায়, নির্দিষ্ট এক চিকিৎসকের দ্বারাই দ্রুত হারে ছড়িয়ে পড়ছে এইডস'র ভাইরাস। আন্দাজ করা হয়, সংক্রামিত সূচ ব্যবহারের ফলেই এই বিপত্তি ঘটেছে।

কোন মন্তব্য নেই