‘ঠোঁট তো নয়, যেন মেশিন গান’: ক্যারোলিন লেভিটের প্রশংসায় ট্রাম্পের মন্তব্য ভাইরাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ঠোঁট তো নয়, যেন মেশিন গান’: ক্যারোলিন লেভিটের প্রশংসায় ট্রাম্পের মন্তব্য ভাইরাল

 ‘ঠোঁট তো নয়, যেন মেশিন গান’: ক্যারোলিন লেভিটের প্রশংসায় ট্রাম্পের মন্তব্য ভাইরাল



ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“উনি এখন তারকা হয়ে গিয়েছেন। ওকে দেখতে সুন্দর। ওর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওর ঠোঁট দুটো! মেশিনগানের মতো নড়াচড়া করে!”

১ আগস্ট প্রচারিত ওই কথোপকথনে ট্রাম্প আরও বলেন,
“এটাই সেই মুখ, এটাই সেই মস্তিষ্ক, এটাই সেই ঠোঁট, যেভাবে তারা নড়াচড়া করে। তারা যেন একটি মেশিনগান...সে একজন তারকা, আসলে সে একজন মহান ব্যক্তি।”

৭৯ বছর বয়সী ট্রাম্পের এ মন্তব্য আসে একদিন পর, যখন ক্যারোলিন লেভিট তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবিতে সরব হন। তিনি বলেন,
“মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছেন। তার শেষ ছয় মাসে তিনি প্রতি মাসে একটি করে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন।”

৩১ জুলাই হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন,
“ডনাল্ড ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়া, ইসরাইল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, সার্বিয়া-কসোভো এবং মিশর-ইথিওপিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক আগেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ছিল।”

ক্যারোলিন লেভিট কে?

১৯৯৭ সালের ২৪শে আগস্ট নিউ হ্যাম্পশায়ারের অ্যাটকিনসনে জন্মগ্রহণ করেন ক্যারোলিন ক্লেয়ার লেভিট। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে তিনি ৩৬তম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের আইসক্রিম স্ট্যান্ড এবং ট্রাক ডিলারশিপে বড় হওয়া লেভিট পড়াশোনা করেছেন সেন্ট্রাল ক্যাথলিক হাই স্কুলসেন্ট অ্যানসেলম কলেজে রাজনীতি ও যোগাযোগ বিষয়ে।

ইন্টার্ন হিসেবে হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্সে কাজ শুরুর পর, পূর্ণকালীন চাকরিতে নিয়োগ পান তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে ৫৯ বছর বয়সী নিকোলাস রিকিওকে বিয়ে করেন ক্যারোলিন লেভিট। বর্তমানে তিনি মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

সূত্র: লাইভমিন্ট

কোন মন্তব্য নেই