বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ দিল্লি পুলিশের লেখা একটি চিঠি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলো দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে।
কিছুদিন ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নাগরিকদের হেনস্তা ও মারধর করার অভিযোগ উঠে আসছিল। এবার দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকেই 'বাংলাদেশি ভাষা' বলে উল্লেখ করা হয়।
সম্প্রতি দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের দিল্লিস্থ বঙ্গভবনে একটি চিঠি পাঠায়, যেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিটি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন,
“এই ঘটনা জাতীয়তা বিরোধী, অসাংবিধানিক এবং ভারতের সকল বাংলাভাষী মানুষের অপমান। বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভাষা। এই ভাষাতেই আমাদের জাতীয় সংগীত। ভারতের সংবিধানে স্বীকৃত ভাষাকে বাংলাদেশি ভাষা বলা চূড়ান্ত অপমান।”
তৃণমূলের তীব্র প্রতিবাদ
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন,
“এই অপমান শুধু ভুল নয়, এটি পরিকল্পিত চক্রান্ত। দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং এই ভুল সংশোধন করতে হবে।”
তৃণমূল কংগ্রেসের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে দিল্লি পুলিশের বিতর্কিত চিঠিটি পোস্ট করে লেখা হয়েছে,
“বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা অতিক্রম করছে। বাংলাভাষী শ্রমিকদের হেনস্তা ও গ্রেপ্তারের পর এবার আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিল।”
বিজেপির পাল্টা মন্তব্য
তবে বিজেপি এই ঘটনার মধ্যে কোনো ভুল দেখছে না। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন,
“একদম ঠিক ভাষাই ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের বই আর পশ্চিমবঙ্গের বই পড়ে দেখুন—ভাষার পার্থক্য বুঝে যাবেন। শুধু বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, এটা হতে পারে না।”
তৃণমূলের অভিযোগ:
তৃণমূল কংগ্রেসের দাবি,
-
এটি নিছক ভুল নয়, একটি পরিকল্পিত অপমান।
-
বাংলাভাষীদের বহিরাগত হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
-
সংবিধান স্বীকৃত ধ্রুপদী ভাষা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করা হচ্ছে।
-
বিজেপি সরকারের ইন্ধনেই বাংলাভাষীদের লক্ষ্য করে এই অপচেষ্টা চলছে।
মমতার আহ্বান
মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের বাঙালি-বিরোধী মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের আহ্বান জানিয়েছেন এবং বাংলাভাষীদের সম্মান রক্ষার লড়াইয়ে সামিল হতে বলেছেন।
কোন মন্তব্য নেই