প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ওড়িশা সরকার, চলছে ব্যাপক প্রস্তুতি
ভারতের ওড়িশা রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্নিঝড় ফণী। ফলে ইতিমধ্যে রাজ্যের উপক’লবর্তী এলাকার কয়েক জেলা থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী কাল সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে এটি ওড়িশা উপক’লে আঘাত হানবে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। ওড়িশায় বন্ধ করে দেয়া হয়েছে ১০০টিরও অধিক ট্রেন। উপকূলীয় জেলা পুরী, জগতসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভাদ্রক, বালাসোর, ময়ুরভঞ্জ, গানজাম, খোরদা, কাট্টাক ও জয়পুরে যুদ্ধকালীন প্রস্তুতির মতো করে শুরু হয়েছে উদ্ধার অভিযান। উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে প্রতিরক্ষা বাহিনীকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এমন এলাকায় আগে থেকেই মোতায়েন করা হয়েছে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট কার্ড, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (এনডিআরএফ) কর্মকর্তাদের, ওড়িশা ডিজঅ্যাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স ও অগ্নিনির্বাপণকারীদের।
ওড়িশায় আগামী তিন দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল ও কলেজ।
রাজ্য সরকারের কর্মকর্তারা বলেছেন, উপকূলীয় জেলাগুলো থেকে উদ্ধার করা হচ্ছে ৭ লাখ ৮০ হাজার মানুষকে। আরও মানুষকে সরিয়ে নেয়ার কার্যক্রম চলছে। প্রায় ১০ লাখ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে উপকূলীয় নিন্মাঞ্চল থেকে সব মানুষকে উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছিল। কারণ, ভারি বর্ষণের সঙ্গে ১.৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ঘটতে পারে সেখানে। এনডিআরএফ ওড়িশায় মোতায়েন করেছে ২৮টি টিমকে। অন্ধ্র প্রদেশে মোতায়েন করা হয়েছে ১২টি টিম। আর পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে ৬টি টিমকে। এসব টিম ত্রাণ ও উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছে। এ ছাড়া অতিরিক্ত ৩০টি টিম প্রস্তুত রাখা হয়েছে। তারা জরুরি প্রয়োজনে বোটে করে অভিযানে নেমে পড়বেন। এর মধ্যে আছে গাছ কাটা বিশেষজ্ঞ। প্রযুুক্তি বিষয়ক সরঞ্জাম সহ টিম।
১৫ই মে পর্যন্ত ওড়িশার সব চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের সব রকম ছুটি বাতিল করা হয়েছে। রাজ্যের পুলিশ প্রধান আরপি শর্মা বলেছেন, সব পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক পর্যায়ের সব সিনিয়র কর্মকর্তাকে ব্যক্তিগত পর্যায়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দেখাশোনা করতে নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলে গড়ে তোলা হয়েছে প্রায় ৮৮০ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। বুধবার ত্রাণ ও উদ্ধার অভিযানের কারণে ১১টি জেলায় নির্বাচনী আচরণবিধি শিথিল করেছে ভারতের নির্বাচন কমিশন।
কোন মন্তব্য নেই