এমসিসি প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা
ইতিহাসে প্রথম অ-ব্রিটিশ (নন-ব্রিটিশ) হিসেবে ঐতিহ্যবাহী মেরলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি হতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। বুধবার এমসিসির বার্ষিক সাধারণ সভা শেষে পরবর্তী সভাপতি হিসেবে সাঙ্গারার নাম ঘোষণা করেন বর্তমান সভাপতি অ্যান্থনি ওয়ার্ফোড। তাতে মাস পাঁচেক পরেই পাকাপাকিভাবে ইতিহাসে জায়গা করে নেবেন সাবেক শ্রীলঙ্কার অধিনায়ক। ২০১২ সালে সাঙ্গাকারাকে এমসিসির আজীবন সদস্য পদ দেয়া হয়। তিনি দীর্ঘদিন ক্লাবের ওয়াল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত আছেন। এ নিয়ে লঙ্কান এই কিংবদন্তি বলেন, ‘এটা আমার কাছে খুবই সম্মানজনক। এমসিসি সভাপতি হিসেবে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার কাছে এমসিসি বিশ্বের সেরা ক্রিকেট ক্লাব।
২০২০ সালটা ক্রিকেটর অন্যতম বছর হতে চলেছে। বিশেষ করে লর্ডসে। এমসিসির সভাপতি হিসেবে ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার কথা ভেবে আমি রোমাঞ্চিত।’
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১লা অক্টেবর থেকে এমসিসিয়ের সভাপতির দায়িত্ব নেবেন এই সাবেক এই লঙ্কান ক্রিকেটার। আর মেয়াদ শেষ হবে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এমসিসির প্রধান কার্যালয় হল লর্ডসে। আন্তর্জাতিক ক্রিকেটের নীতিনির্ধারক হিসেবে কাজ করেছে প্রতিষ্ঠানটি। এমসিসির বিভিন্ন নিয়ম নীতি স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কোন মন্তব্য নেই