১৪৯ সন্তান ও ২৪ স্ত্রী তার! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৪৯ সন্তান ও ২৪ স্ত্রী তার!

২৪ জন স্ত্রী থাকার কারণে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ৬ মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। ওই ব্যক্তি ১৪৯ জন সন্তানও রয়েছে। সম্প্রতি বহুবিবাহের দায়ে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি। উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।



সুপ্রিমকোর্টের ওই আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে পারবেন। এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে।

আদালত বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে। ব্লাকমোরের ১৪৯ জন সন্তান।ধর্মীয় বিশ্বাসই তাকে এ পথে পরিচালিত করেছে।

সূত্র: বিডি২৪লাইভ


কোন মন্তব্য নেই