তুরস্কের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করলেন এরদোগান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুরস্কের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

 তুরস্কের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার এটা উদ্বোধন করা হয়। নতুন এই মসজিদটির নাম ক্যামলিকা মসজিদ কমপ্লেক্স।



তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, এই মসজিদটির কাজ শুরু হয় ২০১৩ সালে। অর্থাৎ এর কাজ শেষ করতে সময় লেগেছে ৫ বছরেরও বেশি। মসজিদটিতে ৬৩ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

এর আগে তুরস্কের সবচেয়ে বড় মসজিদ ছিল দেশটির দক্ষিণাঞ্চলে আন্দানা প্রদেশে। ওই মসজিদটির নাম সাবাঞ্চি সেন্ট্রাল মসজিদ। এটা ১৯৯৮ সালে চালু করা হয়। এতে একসঙ্গে ২৮ হাজার ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

দেশের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় স্থানে হামলার নিন্দা জানান এরদোগান। এসময় তিনি বলেন, ধর্মের নামে বিভিন্ন ধর্মীয় স্থানে এবং নিরীহ মানুষদের ওপর হামলা কোনোভাবেই জিহাদ হতে পারে না। এগুলো জঙ্গিবাদ, জিহাদ নয়।

তিনি আরও বলেন, যারা মসজিদে হামলা করে কিংবা গির্জায় হামলা চালায় তারা কেউই স্বাভাবিক মানসিকতার নয়। এরা সব মানুষের শত্রু। এরা কোনোভাবেই কারও সহযোগিতা পাওয়ার যোগ্য নয়।



সূত্র: আরটিভি

কোন মন্তব্য নেই