বিশ্বব্যাপী সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস ২৫০ কোটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বব্যাপী সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস ২৫০ কোটি

২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের। ১০ বছর পরও জনপ্রিয়তা ধরে রেখেছে মোবাইলের মস্তিষ্ক নামে পরিচিত সফটওয়্যারটি। গুগলের জনপ্রিয় এ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করে ডিভাইস তৈরি করছে অনেক প্রতিষ্ঠান। গুগলের এক হিসাবে বলা হয়েছে, বিশ্বব্যাপী এখন ২৫০ কোটি সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে। এটি অ্যান্ড্রয়েডের জন্য রীতিমতো চমকপ্রদ বিষয়। নতুন নতুন ব্যবহারকারী ও হার্ডওয়্যার পার্টনারদের অ্যান্ড্রয়েড যে আকৃষ্ট করে চলেছে, এটি তারই আভাস। খবর দ্য ভার্জ।



আই/ও ডেভেলপার কনফারেন্সে গুগলের পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় অ্যান্ড্রয়েডের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত অ্যান্ড্রয়েডের জ্যেষ্ঠ পরিচালক স্টিফেন কাথবার্টসন বলেন, ‘আমরা একসঙ্গে একটি মাইলফলক উদযাপন করতে যাচ্ছি।’

মূলত গুগল প্লেস্টোরের পরিসংখ্যান থেকেই সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের হিসাব বের করা হয়েছে। এখানে অ্যামাজন ফায়ার ওএসের মতো নন-প্লেস্টোরের পরিসংখ্যান যুক্ত করা হয়নি।



অ্যান্ড্রয়েডভিত্তিক সক্রিয় ডিভাইসের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৭ সালে গুগলের এক ঘোষণায় ২০০ সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস থাকার হিসাব প্রকাশ করা হয়। এক বছরের মধ্যেই এ সংখ্যা ৫০ কোটি বেড়ে গেছে।

এদিকে ভিন্ন সংস্করণ, অঞ্চল ও ডিভাইসের উৎপাদনকারীভেদে সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসে কিছু বেসিক আপডেট ও নিরাপত্তা মানদণ্ড ব্যবহার করতে চাইছে গুগল। এ অবস্থায় সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশকিছু চ্যালেঞ্জও সামনে চলে আসছে। গুগলের অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হালনাগাদকৃত সংস্করণ ওরিও অথবা নুগাটের মাধ্যমেই অর্ধেক সক্রিয় অ্যান্ড্রয়েড পরিচালিত হচ্ছে।

অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে ফোন কল, ম্যাপ ব্যবহার করে দিকনির্দেশনা পাওয়া, গেম খেলা, সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ও অনলাইন অনুসন্ধানের পাশাপাশি অরেক কাজ করা যায়। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মতে, বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের দখল ৮৫ দশমিক ৯ শতাংশ।


কোন মন্তব্য নেই